ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ঢাকা উত্তর সিটির ১২নং ওয়ার্ড এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৪, ১৬ আগস্ট ২০২২

গভীর শ্রদ্ধায় জাতির পিতাসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদের স্মরণ করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ড। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ধানমন্ডির ৩২ নম্বরে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 

এইদিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ড দিনভর নানা কর্মসূচি পালন করেছে। 

সোমবার দুপুরে উত্তর সিটির ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেনের আয়োজনে মিরপুর-১ নং সেকশনের আহম্মেদ নগর পাইকপাড়া এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

এর মধ্যে নিহত শহীদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া, গরীব অসহায়দের জন্য কাঙ্গালীভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

এসময় স্থানীয় সংসদ সদস্য আগা খান মিন্টুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি